আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব একটি মজার App এর সাথে। এটি একটি সাধারণ Voice Recorder । কিন্তু এর বিশেষত্ব হল এটি সাউন্ড রেকর্ড করার সময় নীরব অংশটুকু বাদ দিতে পারে! অর্থাৎ কোন রকম শব্দ/ কথা/ আওয়াজ না হলে সে ঐ নীরব অংশটুকু রেকর্ড করবে না। তাই এটার নাম দেয়া হয়েছে - Smart Recorder. তাহলে বুঝতেই পারছেন এর বিশেষত্বটা কোথায়। আর যদি না বুঝে থাকেন তাহলে আরো খোলাখুলি বুঝিয়ে দিচ্ছি - ধরুণ আপনি ঘুমের মধ্যে কথা বলেন কিনা কিংবা নাক ডাকেন কিনা সেটা তো আর নিজে নিজে ঘুমের ঘোরে বুঝবেন না। কিংবা আপনার পরিবারের কেউ বা রুম মেটের যদি এই সমস্যা থাকে আর আপনি যদি সেটা তাকে দিনের বেলায় জানান তাহলে সে হয়তোবা বিশ্বাস না ও করতে পারে। এখন সেটা প্রমাণ করবেন কিভাবে? আপনি হয়তো ভাবছেন যে কোন একটা সাউন্ড রেকর্ডার (ধরে নিন যেটা মোবাইলে ইন্সটল করা থাকে) চালু করে ঘুমিয়ে গেলেই হয়। সকালে ঘুম থেকে উঠে রেকর্ডিং টা পরীক্ষা করে নিলেই বোঝা যাবে তাই না? সে আশায় গুড়েবালি জনাব! কারণ আমরা তো ঘুমাই প্রায় সাত আট ঘন্টা। এত সময় লাগিয়ে রেকর্ড চেক করা সম্ভব?! এই সমস্যা দূর করতেই আপনার দরকার - ...
Your ultimate choice for Computer, Internet, Blogging, & PC Troubleshooting Tips!