প্রিয় পাঠক। Marks PC Solution এর আজকের পোস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা নগদ টাকার হিসাব নিকাশের কাজে জড়িত তাদেরকে আজকে খুব সুন্দর একটি App এর সাথে পরিচিয় করিয়ে দিব। App টি সাধারণ মানুষের কাজে লাগবে ঠিক কিন্তু খুব বেশি উপকৃত হবেন তারা যারা নগদ টাকার হিসেব নিকেশের সাথে খুব বেশি জড়িত। যেমন ধরুন- ব্যাংকের ক্যাশিয়ার, কিংবা যারা খুব বেশি নগদ টাকার লেনদেন করেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রায়ই ব্যাংকে টাকা জমা দেন। জমা দেবার সময় যে জিনিসটা লক্ষ্য করে থাকবেন সেটা হল আপনি কত টাকার কয়টি নোট জমা দিচ্ছেন সেটা লিখে টাকার পরিমাণ হিসাব করতে হয়। অর্থাৎ টাকার Denomination বা Value অনুযায়ী আপনাকে নোটের সংখ্যা ও টাকার অঙ্ক বসাতে হয়। আপনার এই কাজটিই অনেকটা সহজ করে দিতে পারে BD Cash Calculator নামক এই App টি। ব্যাংকের গ্রাহকদের কথা না হয় বাদই দিলাম। কারণ নোটের সংখ্যা অনুযায়ী টাকার পরিমাণ জমা ভাউচারে লিখে দেয়াটা খুব একটা বাধ্যতামূলক না তাদের জন্য। কিন্তু ব্যাংকের যারা ক্যাশ অফিসার আছেন তাদের জন্য কিন্তু নোটের সংখ্যা এবং টাকার ...
Your ultimate choice for Computer, Internet, Blogging, & PC Troubleshooting Tips!