Saturday, September 14, 2019

SMS এর মাধ্যমে যাচাই করে নিন আপনার ফোনের IMEI নম্বর


IMEI Checker Guideline by BTRC

আজকের এই লেখাটাও শুধুমাত্র বাংলাদেশীদের জন্য। আপনারা অনেকেই হয়তো শুনেছেন BTRC - র ডেটাবেজে দেশের সকল মোবাইল ফোনের IMEI নম্বর সংরক্ষণ করা প্রসঙ্গে। ধারণা করা হচ্ছে একটা সময় পর নতুন কেনা মোবাইলগুলোর IMEI যদি BTRC'র ডেটাবেজে না পাওয়া যায় তাহলে সেগুলো আর মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারবে না। কাজেই এ বিষয়গুলো সম্পর্কে Marks PC Solution এর পাঠকদের অবগত করার জন্যই আজকের এই পোস্ট।

স্বাভাবিক ভাবেই এদেশের যারা মোবাইল ফোন ডিলার রয়েছেন তারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে মোবাইল আমদানি করে থাকেন। কিন্তু এরাই আবার বেশি লাভের আশায় কর ফাকি দিয়ে বিপুল পরিমাণ মোবাইল সেট আমদানি করেন। এর ফলে ক্রেতারা হয়তো খুব সামান্যই ছাড় পায় ফোনের দামের দিক দিয়ে। কিন্তু কর ফাকি দিয়ে আমদানি করা এরকম অসংখ্য অবৈধ মোবাইল ফোন থেকে সরকারের প্রাপ্য হাজার হাজার কোটি টাকার রাজস্ব অনাদায়ী থেকে যায়। 

আর এভাবে অবৈধ ফোন ক্রয় বিক্রয় হয় বলে আমাদের দেশে বিক্রিত ফোনের সঠিক পরিমাণও মোবাইল ফোন কোম্পানীগুলোর জানা থাকে না। আর এর ফলে তারা বাংলাদেশের মার্কেটের গুরুত্বও সেভাবে বুঝে উঠতে পারে না। 

উদাহরণ স্বরুপ স্যামসাং এর কথাই ধরুন। তারা হয়তো অফিসিয়ালি আমাদের দেশে বছরে 20 লক্ষ সেট বিক্রি করে। তাদের কাছে এর বেশি রেকর্ড নেই। আর আরো 20 লক্ষ সেট ডিলার রা অবৈধভাবে আমদানি করে বিক্রি করে। এখন স্যামসাং যদি বাংলাদেশের মার্কেট গবেষণা করে পরবর্তী সময়ে নতুন নতুন সেট বাজারে ছাড়ে তখন তারা কিন্তু সেই 20 লক্ষ সেটের চাহিদা বিবেচনা করেই ফোনের দাম নির্ধারণ করবে। এবং আমাদের দেশের জন্য কোন ধরণের বৈশিষ্ট্য সম্বলিত সেট বাজারে আনবে সেটাও তারা ঠিক করবে চাহিদার অনুপাতেই। 

কাজেই আপনার মার্কেট যেখানে ছোট সেখানে কিন্তু আপনি খুব বেশি চিন্তা ভাবনা করবেন না। Samsung এর মতই অন্যান্য কোম্পানী যারা আছে যেমন - Oppo, Vivo, Xiamo এদের বেলাতেও কিন্তু ব্যাপারটা একই রকম। ডিলার রা হয়তো India থেকে সেট আমদানি করবে কর ফাকি দিয়ে। আর সেগুলো Bangladesh এর বাজারে বিক্রি করবে বেশি লাভের আশায়। তাতে একদিকে যেমন আমাদের সরকারী রাজস্ব কমে যাবে অন্যদিকে ক্রেতারাও খুব বেশি লাভ করতে পারবে না। বরং ভবিষ্যতে ফোনের দাম, বৈশিষ্ট্য ইত্যাদিতে আমরা পিছিয়ে থাকবো। কারণ ফোন কোম্পানীগুলো আমাদের দেশের ফোনের বাজারটি পুরোপুরি দেখতে পাবে না। 

অনেক কথা হল এবার মূল আলোচনায় আসতে চাই। যেভাবে আপনি আপনার ফোনের বৈধতা যাচাই করতে পারেন সে বিষয়ে আসি। খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন একটি মেসেজ পাঠিয়ে। এবং এর জন্য আপনাকে কোন চার্জ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই সেবাটি পাবেন। আর আপনার যদি দুটো সিম হয় সেক্ষেত্রে IMEI নম্বর ও হবে দুটি। আর সেক্ষেত্রে আপনাকে দুই বার মেসেজ পাঠাতে হবে আলাদা ভাবে। 

SMS পাঠানোর পূর্বে আপনার ফোনের IMEI টি বের করে নিন *#06# চেপে। অথবা আপনি এটি পেতে পারেন ফোনের প্যাকেটে সংযুক্ত কোন স্টিকারে। অথবা ফোনের ব্যাক কাভার খুলে ব্যাটারির নীচ থেকে। যেসব সেটের ব্যাক কাভার রিমুভেবল না সেসব সেটের ব্যাক কাভারের উপরে বিক্রেতা IMEI স্টিকারটি লাগিয়ে দেয় অনেক সময়।

SMS এর মাধ্যমে ফোনের বৈধতা যাচাই -  

  • প্রথমেই আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন। 
  • এরপর টাইপ করবেন KYD <Space> 15 Digit IMEI নম্বর
  • এরপর সেন্ড করবেন 16002 এই নম্বরে
SMS পাঠানোর 1 থেকে 2 মিনিটের মধ্যেই ফিরতি মেসেজে জানতে পারবেন আপনার ডিভাইসের IMEI বিটিআরসি'র ডেটাবেজে আছে কিনা। 

IMEI Checker Message to BTRC

আপনাদের সুবিধার্থে আমি একটা স্ক্রীনশট দিলাম। এটা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে মেসেজটি পাঠাবেন আর এর উত্তর কিভাবে আসে। 

BTRC'র ডেটাবেজে IMEI না পাওয়া গেলে?
  • আপনার মোবাইলটি যদি 2018 সালের আগে কেনা হয়ে থাকে তাহলে সেটা ডেটাবেইজে না পাওয়াটা স্বাভাবিক। কারণ আমাদের সরকার তখনো এ ধরণের কোন উদ্যোগ গ্রহণ করেনি। সেক্ষেত্রে আপনার কিছু করার প্রয়োজন নেই। 
  • আপনার মোবাইলটি যদি ইদানীং কেনা হয়ে থাকে এবং যদি দেখেন সেটা ডেটাবেইজে নেই তাহলে সাথে সাথে যেখান থেকে কিনেছেন সেখানে অভিযোগ করবেন। আর যারা নতুন সেট কিনবেন তারা কেনার সাথে সাথেই এই কাজটি করে নিশ্চিত থাকতে পারেন। 
  • দেশের বাইরে থেকে যদি কেউ মোবাইল নিয়ে আসেন সেক্ষেত্রে বিমানবন্দরে থাকা কাস্টমস কর্তৃপক্ষকে জানাতে হবে। এবং একজন ব্যক্তি এক্ষেত্রে সর্বোচ্চ দুটি মোবাইল ফোন দেশে আনতে পারবেন এই পদ্ধতিতে।

আশা করি এই লেখাটি আপনাদের সবার উপকারে আসবে। এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই মন্তবে আপনার মতামত জানাবেন। Marks PC Solution এর সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেখায় . . .

 

Saturday, September 07, 2019

অনলাইনে যাচাই করে নিন জন্ম সনদ (শুধুমাত্র বাংলাদেশীদের জন্য)


Check Birth Certificate from BRIS

প্রিয় পাঠক! Marks PC Solution এর আজকের পোস্টে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে রাখছি যে এই লেখাটি শুধুমাত্র বাংলাদেশী নাগরিকদের জন্য। আপনারা অনেকেই হয়তো ব্যাপারটা জানেন। কিন্তু যারা এখনো জানেন না তাদের জন্য আজকের এই টিপস্ টি শেয়ার করতে চাই। 

আপনাদের সবারই নিশ্চয়ই জন্ম সনদ রয়েছে যেটা সাধারণত ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয়। যদিও জাতীয় পরিচয়পত্রকেই (বর্তমানে স্মার্ট কার্ড) আমরা সব যায়গায় প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু কিছু কিছু যায়গায় এখনো জন্ম সনদের ব্যবহার হয়ে থাকে। 

জন্ম সনদ কে অবজ্ঞা করার একটা মূল কারণ হল বিভিন্ন ইউনিয়ন অফিসে এটা একটা সাধারণ কাগজে প্রিন্ট করে তাতে সিল আর স্বাক্ষর করে আমাদের হাতে দেয়া হয়। আর যার ফলে খুব সহজেই এ ধরণের জন্ম সনদ জাল হবার সম্ভাবনা থাকে। MS Word সম্পর্কে একটু ভাল ধারণা যার আছে সে খুব সহজেই এ ধরণের একটা জন্ম সনদ তৈরী করে নিতে পারে। 

কিন্তু জন্ম সনদের একটা ইতিবাচক দিক হল আপনি খুব সহজেই অনলাইন থেকে (হোক সেটা মোবাইল বা কম্পিউটার) সেটা যাচাই করে নিতে পারবেন। আপনার নিজের জন্ম সনদের ব্যাপারে হয়তো আপনি নিশ্চিত। কিন্তু আপনি যদি কোন অফিসিয়াল কাজের জন্য অন্য কোন ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ পরীক্ষা করতে চান তাহলে খুব সহজেই আপনি সেটা করে নিতে পারবেন নিচের সাইট টি থেকে - 
 
http://bris.lgd.gov.bd/pub/?pg=verify_br


এই সাইটে যাবার পর আপনি যে জন্ম সনদটি পরীক্ষা করতে চান তার নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে Verify বাটনে প্রেস করবেন। যদি জন্ম সনদটি সঠিক হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ঐ জন্ম সনদটির তথ্য আপনি দেখতে পারবেন। 

Check Birth Certificate from BRIS


কিন্তু সমস্যা হল এই সাইটটি প্রায় সময়ই কাজ করে না। আমি যে ধরণের সমস্যাগুলো পেয়েছি সেগুলো হল - 

  • অনেক সময়ই সাইটটি লোড হতে চায় না
  • কিংবা লোড হতে অতিরিক্ত সময় নেয়
  • মাঝে মধ্যে তথ্য সার্চ করার পর ফলাফল দেখাতে অতিরিক্ত সময় নেয়
  • আবার অনেক সময় জন্ম সনদের তথ্য সার্চ করলে আসে না
তবে সর্বদাই যে এ ধরণের সমস্যায় আপনি পরবেন ব্যাপারটা এমন না। মাঝে মধ্যে এ ধরণের সমস্যাগুলো দেখা যায়। হয়তো সার্ভারের কোন ত্রুটি কিংবা রক্ষণাবেক্ষণের জন্যই এমনটা হয়ে থাকে। 
 
আশা করি এই লেখাটি আপনাদের উপকারে আসবে। Marks PC Solution এর সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোন লেখায় . . . 

Friday, September 06, 2019

Changing Digit Grouping (Comma Style) in MS Excel - Million to Lakh


Changing Digit Separator System in Excel

Well this is a very common problem for our sub-continent i.e. Bangladesh, India, Pakistan, Nepal, Maldives, Sri Lanka. Cause our digit grouping system doesn't match with the international system. To be more specific - they use million, billion etc. But we use - lakh (also lac), crore etc. 

Users of the mentioned regions often face problem with the comma separator position in MS Excel. Cause the default system is international. It doesn't suit our digit grouping system. 

International System - Separates every three digits
  • 1,000.00
  • 10,000.00
  • 100,000.00
  • 1,000,000.00
  • 1,000,000,000.00

Subcontinental System - Separates every two digits after the 1st three digits
  • 1,000.00
  • 10,000.00
  • 1,00,000.00
  • 1,00,00,000.00
  • 1,00,00,00,000.00 

If you're familiar with the Indian Subcontinent system and if you're bound to use this system then it will be a big trouble if you don't know the solution. Well nothing to worry about as you are going through this article. Cause from the very next moment you're getting out of this trouble . . .

You know what's the most funny thing of this topic?? This problem might be related with MS Excel. But Excel itself is not responsible for this problem at all. Believe me! It's your Windows settings buddy. It's a very simple task. Just change the digit grouping system of Region from Control Panel. 

Changing the Digit Grouping from Control Panel
  • Press Start+R > Type Control > Hit Enter
  • Go to Region > Additional Settings
Region Settings in Control Panel
  •  From Numbers tab choose Digit grouping as shown below i.e. 12,34,56,789 
 
Customizing Number Fortmats in Windows
  • Again from Currency tab choose the same Digit grouping. 
 
Changing Digit Grouping From Control Panel
  •  Leave the dialogue boxes by pressing Apply > OK

That's it and you're all set! Don't forget the change the Digit grouping both from Numbers and Currency tab. 

From now on your Excel will display comma separators as bellow - 

https://www.markspcsolution.com/2019/09/changing-digit-grouping-comma-style-in.html 

 Thanks for being with Marks PC Solution. See you in the next topic . . .