Saturday, September 14, 2019

SMS এর মাধ্যমে যাচাই করে নিন আপনার ফোনের IMEI নম্বর


IMEI Checker Guideline by BTRC

আজকের এই লেখাটাও শুধুমাত্র বাংলাদেশীদের জন্য। আপনারা অনেকেই হয়তো শুনেছেন BTRC - র ডেটাবেজে দেশের সকল মোবাইল ফোনের IMEI নম্বর সংরক্ষণ করা প্রসঙ্গে। ধারণা করা হচ্ছে একটা সময় পর নতুন কেনা মোবাইলগুলোর IMEI যদি BTRC'র ডেটাবেজে না পাওয়া যায় তাহলে সেগুলো আর মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারবে না। কাজেই এ বিষয়গুলো সম্পর্কে Marks PC Solution এর পাঠকদের অবগত করার জন্যই আজকের এই পোস্ট।

স্বাভাবিক ভাবেই এদেশের যারা মোবাইল ফোন ডিলার রয়েছেন তারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে মোবাইল আমদানি করে থাকেন। কিন্তু এরাই আবার বেশি লাভের আশায় কর ফাকি দিয়ে বিপুল পরিমাণ মোবাইল সেট আমদানি করেন। এর ফলে ক্রেতারা হয়তো খুব সামান্যই ছাড় পায় ফোনের দামের দিক দিয়ে। কিন্তু কর ফাকি দিয়ে আমদানি করা এরকম অসংখ্য অবৈধ মোবাইল ফোন থেকে সরকারের প্রাপ্য হাজার হাজার কোটি টাকার রাজস্ব অনাদায়ী থেকে যায়। 

আর এভাবে অবৈধ ফোন ক্রয় বিক্রয় হয় বলে আমাদের দেশে বিক্রিত ফোনের সঠিক পরিমাণও মোবাইল ফোন কোম্পানীগুলোর জানা থাকে না। আর এর ফলে তারা বাংলাদেশের মার্কেটের গুরুত্বও সেভাবে বুঝে উঠতে পারে না। 

উদাহরণ স্বরুপ স্যামসাং এর কথাই ধরুন। তারা হয়তো অফিসিয়ালি আমাদের দেশে বছরে 20 লক্ষ সেট বিক্রি করে। তাদের কাছে এর বেশি রেকর্ড নেই। আর আরো 20 লক্ষ সেট ডিলার রা অবৈধভাবে আমদানি করে বিক্রি করে। এখন স্যামসাং যদি বাংলাদেশের মার্কেট গবেষণা করে পরবর্তী সময়ে নতুন নতুন সেট বাজারে ছাড়ে তখন তারা কিন্তু সেই 20 লক্ষ সেটের চাহিদা বিবেচনা করেই ফোনের দাম নির্ধারণ করবে। এবং আমাদের দেশের জন্য কোন ধরণের বৈশিষ্ট্য সম্বলিত সেট বাজারে আনবে সেটাও তারা ঠিক করবে চাহিদার অনুপাতেই। 

কাজেই আপনার মার্কেট যেখানে ছোট সেখানে কিন্তু আপনি খুব বেশি চিন্তা ভাবনা করবেন না। Samsung এর মতই অন্যান্য কোম্পানী যারা আছে যেমন - Oppo, Vivo, Xiamo এদের বেলাতেও কিন্তু ব্যাপারটা একই রকম। ডিলার রা হয়তো India থেকে সেট আমদানি করবে কর ফাকি দিয়ে। আর সেগুলো Bangladesh এর বাজারে বিক্রি করবে বেশি লাভের আশায়। তাতে একদিকে যেমন আমাদের সরকারী রাজস্ব কমে যাবে অন্যদিকে ক্রেতারাও খুব বেশি লাভ করতে পারবে না। বরং ভবিষ্যতে ফোনের দাম, বৈশিষ্ট্য ইত্যাদিতে আমরা পিছিয়ে থাকবো। কারণ ফোন কোম্পানীগুলো আমাদের দেশের ফোনের বাজারটি পুরোপুরি দেখতে পাবে না। 

অনেক কথা হল এবার মূল আলোচনায় আসতে চাই। যেভাবে আপনি আপনার ফোনের বৈধতা যাচাই করতে পারেন সে বিষয়ে আসি। খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন একটি মেসেজ পাঠিয়ে। এবং এর জন্য আপনাকে কোন চার্জ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই সেবাটি পাবেন। আর আপনার যদি দুটো সিম হয় সেক্ষেত্রে IMEI নম্বর ও হবে দুটি। আর সেক্ষেত্রে আপনাকে দুই বার মেসেজ পাঠাতে হবে আলাদা ভাবে। 

SMS পাঠানোর পূর্বে আপনার ফোনের IMEI টি বের করে নিন *#06# চেপে। অথবা আপনি এটি পেতে পারেন ফোনের প্যাকেটে সংযুক্ত কোন স্টিকারে। অথবা ফোনের ব্যাক কাভার খুলে ব্যাটারির নীচ থেকে। যেসব সেটের ব্যাক কাভার রিমুভেবল না সেসব সেটের ব্যাক কাভারের উপরে বিক্রেতা IMEI স্টিকারটি লাগিয়ে দেয় অনেক সময়।

SMS এর মাধ্যমে ফোনের বৈধতা যাচাই -  

  • প্রথমেই আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন। 
  • এরপর টাইপ করবেন KYD <Space> 15 Digit IMEI নম্বর
  • এরপর সেন্ড করবেন 16002 এই নম্বরে
SMS পাঠানোর 1 থেকে 2 মিনিটের মধ্যেই ফিরতি মেসেজে জানতে পারবেন আপনার ডিভাইসের IMEI বিটিআরসি'র ডেটাবেজে আছে কিনা। 

IMEI Checker Message to BTRC

আপনাদের সুবিধার্থে আমি একটা স্ক্রীনশট দিলাম। এটা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে মেসেজটি পাঠাবেন আর এর উত্তর কিভাবে আসে। 

BTRC'র ডেটাবেজে IMEI না পাওয়া গেলে?
  • আপনার মোবাইলটি যদি 2018 সালের আগে কেনা হয়ে থাকে তাহলে সেটা ডেটাবেইজে না পাওয়াটা স্বাভাবিক। কারণ আমাদের সরকার তখনো এ ধরণের কোন উদ্যোগ গ্রহণ করেনি। সেক্ষেত্রে আপনার কিছু করার প্রয়োজন নেই। 
  • আপনার মোবাইলটি যদি ইদানীং কেনা হয়ে থাকে এবং যদি দেখেন সেটা ডেটাবেইজে নেই তাহলে সাথে সাথে যেখান থেকে কিনেছেন সেখানে অভিযোগ করবেন। আর যারা নতুন সেট কিনবেন তারা কেনার সাথে সাথেই এই কাজটি করে নিশ্চিত থাকতে পারেন। 
  • দেশের বাইরে থেকে যদি কেউ মোবাইল নিয়ে আসেন সেক্ষেত্রে বিমানবন্দরে থাকা কাস্টমস কর্তৃপক্ষকে জানাতে হবে। এবং একজন ব্যক্তি এক্ষেত্রে সর্বোচ্চ দুটি মোবাইল ফোন দেশে আনতে পারবেন এই পদ্ধতিতে।

আশা করি এই লেখাটি আপনাদের সবার উপকারে আসবে। এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই মন্তবে আপনার মতামত জানাবেন। Marks PC Solution এর সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেখায় . . .

 

Saturday, September 07, 2019

অনলাইনে যাচাই করে নিন জন্ম সনদ (শুধুমাত্র বাংলাদেশীদের জন্য)


Check Birth Certificate from BRIS

প্রিয় পাঠক! Marks PC Solution এর আজকের পোস্টে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে রাখছি যে এই লেখাটি শুধুমাত্র বাংলাদেশী নাগরিকদের জন্য। আপনারা অনেকেই হয়তো ব্যাপারটা জানেন। কিন্তু যারা এখনো জানেন না তাদের জন্য আজকের এই টিপস্ টি শেয়ার করতে চাই। 

আপনাদের সবারই নিশ্চয়ই জন্ম সনদ রয়েছে যেটা সাধারণত ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয়। যদিও জাতীয় পরিচয়পত্রকেই (বর্তমানে স্মার্ট কার্ড) আমরা সব যায়গায় প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু কিছু কিছু যায়গায় এখনো জন্ম সনদের ব্যবহার হয়ে থাকে। 

জন্ম সনদ কে অবজ্ঞা করার একটা মূল কারণ হল বিভিন্ন ইউনিয়ন অফিসে এটা একটা সাধারণ কাগজে প্রিন্ট করে তাতে সিল আর স্বাক্ষর করে আমাদের হাতে দেয়া হয়। আর যার ফলে খুব সহজেই এ ধরণের জন্ম সনদ জাল হবার সম্ভাবনা থাকে। MS Word সম্পর্কে একটু ভাল ধারণা যার আছে সে খুব সহজেই এ ধরণের একটা জন্ম সনদ তৈরী করে নিতে পারে। 

কিন্তু জন্ম সনদের একটা ইতিবাচক দিক হল আপনি খুব সহজেই অনলাইন থেকে (হোক সেটা মোবাইল বা কম্পিউটার) সেটা যাচাই করে নিতে পারবেন। আপনার নিজের জন্ম সনদের ব্যাপারে হয়তো আপনি নিশ্চিত। কিন্তু আপনি যদি কোন অফিসিয়াল কাজের জন্য অন্য কোন ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ পরীক্ষা করতে চান তাহলে খুব সহজেই আপনি সেটা করে নিতে পারবেন নিচের সাইট টি থেকে - 
 
http://bris.lgd.gov.bd/pub/?pg=verify_br


এই সাইটে যাবার পর আপনি যে জন্ম সনদটি পরীক্ষা করতে চান তার নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে Verify বাটনে প্রেস করবেন। যদি জন্ম সনদটি সঠিক হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ঐ জন্ম সনদটির তথ্য আপনি দেখতে পারবেন। 

Check Birth Certificate from BRIS


কিন্তু সমস্যা হল এই সাইটটি প্রায় সময়ই কাজ করে না। আমি যে ধরণের সমস্যাগুলো পেয়েছি সেগুলো হল - 

  • অনেক সময়ই সাইটটি লোড হতে চায় না
  • কিংবা লোড হতে অতিরিক্ত সময় নেয়
  • মাঝে মধ্যে তথ্য সার্চ করার পর ফলাফল দেখাতে অতিরিক্ত সময় নেয়
  • আবার অনেক সময় জন্ম সনদের তথ্য সার্চ করলে আসে না
তবে সর্বদাই যে এ ধরণের সমস্যায় আপনি পরবেন ব্যাপারটা এমন না। মাঝে মধ্যে এ ধরণের সমস্যাগুলো দেখা যায়। হয়তো সার্ভারের কোন ত্রুটি কিংবা রক্ষণাবেক্ষণের জন্যই এমনটা হয়ে থাকে। 
 
আশা করি এই লেখাটি আপনাদের উপকারে আসবে। Marks PC Solution এর সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোন লেখায় . . . 

Friday, September 06, 2019

Changing Digit Grouping (Comma Style) in MS Excel - Million to Lakh


Changing Digit Separator System in Excel

Well this is a very common problem for our sub-continent i.e. Bangladesh, India, Pakistan, Nepal, Maldives, Sri Lanka. Cause our digit grouping system doesn't match with the international system. To be more specific - they use million, billion etc. But we use - lakh (also lac), crore etc. 

Users of the mentioned regions often face problem with the comma separator position in MS Excel. Cause the default system is international. It doesn't suit our digit grouping system. 

International System - Separates every three digits
  • 1,000.00
  • 10,000.00
  • 100,000.00
  • 1,000,000.00
  • 1,000,000,000.00

Subcontinental System - Separates every two digits after the 1st three digits
  • 1,000.00
  • 10,000.00
  • 1,00,000.00
  • 1,00,00,000.00
  • 1,00,00,00,000.00 

If you're familiar with the Indian Subcontinent system and if you're bound to use this system then it will be a big trouble if you don't know the solution. Well nothing to worry about as you are going through this article. Cause from the very next moment you're getting out of this trouble . . .

You know what's the most funny thing of this topic?? This problem might be related with MS Excel. But Excel itself is not responsible for this problem at all. Believe me! It's your Windows settings buddy. It's a very simple task. Just change the digit grouping system of Region from Control Panel. 

Changing the Digit Grouping from Control Panel
  • Press Start+R > Type Control > Hit Enter
  • Go to Region > Additional Settings
Region Settings in Control Panel
  •  From Numbers tab choose Digit grouping as shown below i.e. 12,34,56,789 
 
Customizing Number Fortmats in Windows
  • Again from Currency tab choose the same Digit grouping. 
 
Changing Digit Grouping From Control Panel
  •  Leave the dialogue boxes by pressing Apply > OK

That's it and you're all set! Don't forget the change the Digit grouping both from Numbers and Currency tab. 

From now on your Excel will display comma separators as bellow - 

https://www.markspcsolution.com/2019/09/changing-digit-grouping-comma-style-in.html 

 Thanks for being with Marks PC Solution. See you in the next topic . . .

Saturday, August 31, 2019

5 Easy Steps to Hide Display Notch in Samsung Phone . . .


Hide Display Notch on your Samsung Phone



Hello Guys! In this post you will learn to hide the camera notch from your Samsung Phone's display. Notch style has been invented so that users can use the full portion of the screen except a small notch (Either v shaped or water drop).  Phone manufactures thought this style will be popular.


But in reality most of the users are simply fed up with this notch when they are playing games or watching videos! Though this is not a big problem if you sacrifice few milliliters of your screen at the top.

Today I'm gonna tell you how to get rid of this notch on your Samsung Phone. In my tutorial I'm using Samsung Galaxy A50. And I think the options will be almost same for other Samsung Phones with notch displays. Let's start . . .  
  1. Open your Settings 
  2. Go to Display
  3. Tap on Full screen apps
  4. Choose Advanced settings by tapping on this button 
  5. Turn on Hide camera cutout
That's it. From now on you will see simply a black bar at the top of your screen instead of the camera notch. Of course you can turn it off anytime whenever you would like to back to the default settings i.e. notch style display.  
 
I'm also sharing the screenshots step by step for your convenience - 
 
 
Step 1
Samsung Display Settings


Step 2
Full Screen Apps option on Samsung A50


Step 3
Advanced Settings on Full Screen Apps on Samsung A 50


Step 4
Hide Front Camera Option on Samsung A50


Step 5
Display Notch Turned off on Samsung A 50
 
 
Okay guys! See you on the next topic. Thanks for being with Marks PC Solution . . .


Saturday, August 17, 2019

Boost Your PC Speed by Using SSD

 Gigabyte 240 GB SSD PNG Image


In short you can explain an SSD (Solid State Drive) as modern HDD (Hard Disk Drive). What's the difference then? Maybe the functions are almost same but there are some big differences between the two. Go through the post to clear the concept . . .


What's an SSD
A solid state drive or SSD is a storage device that uses non volatile flash memory along with necessary controller and chipset to store the data. It's somewhat like RAM, but unlike RAM it can store data for a long period of time. 

An SSD drive is considered to be more durable and stable in that sense - There is no moving parts i.e. platters, spindle, R/W head etc. which are available in traditional HDD.  


Advantages of SSD over HDD
If you use SSD as your primary boot device instead of HDD then you may get the following advantages - 
  • Faster performance
  • Lower power consumption
  • Better vibration resistance
  • Lower heat 
  • No noise
In short we can say, SSD is more durable and stable than traditional HDD. 

After installing SSD, you will enjoy the following benefits from your PC - 
  • Faster copy speed
  • Better start up time of applications
  • Faster installing of new programs
  • Almost get rid of hangings
  • Improved overall performance



Disadvantages
Clearly there are some disadvantages of SSD but none of them is associated with performance and reliability. 
  • Price - This is the main problem of an SSD. At the price of a 240 GB SSD you can easily buy a 1 TB traditional HDD! 
  • Storage Capacity - SSDs are made for better performance rather for storing huge volume of files. That's why they are available at sizes - 120 GB, 240 GB, 256 GB, 480 GB, 1 TB etc.  
Without these two limitations, I mean price and capacity, SSD is better everywhere. But these two problems will be solving with the time I think. Users are now moving to SSDs and thus price will fall with the increased volume of production. And with the advancement of technology storage capacity will also be increased considering consumer's demand. 
 
 
What should you do?
Depends on your budget. There are 02 ways you can follow -  
  • If your budget is not limited then you can buy a 1 TB SSD replacing your old HDD. Certainly this will improve your system's overall performance. Or you can use more than one SSD if you need even more storage. 
  • If your budget is limited then you can buy a 120 GB/ 240 GB/ 256 GB SSD just for using it as your primary boot device. Additionally you can use a 1 TB (or more if necessary) traditional HDD for storing large volume of files. 
So guys! What are you thinking about SSD? Or if you've already upgraded to the SSD then share with us. And thanks for being with Marks PC Solution . . .
 

Tuesday, August 13, 2019

Never Use Third Party Cleaning Apps on Your Phone



Say no to Cleaning Apps



There are thousands of third party applications on Google Play for device maintenance. These apps are normally named as Clean Master, Virus Cleaner, Super Cleaner, Speed Booster, Ram Cleaner, Battery Saver, Speed Charger, Junk Cleaner, CClenaer, Smart Cleaner, 360 Security, Speed Cleaner, CPU Cooler, Phone Cooler, All Cleaner etc. Ordinary users think these apps are useful. But believe it or not - They are all junk!


About these Apps

These apps do nothing. Nothing means they don't do anything good to your phone. Rather sometimes these might be harmful to use! They may promise to -
  • Clean your phone
  • Remove viruses
  • Save battery
  • Cool down CPU
  • Minimize the charging time
  • Boost performance etc. 
But these are just fake description about those apps.  


Why these Apps are Made for?

Very simple. Just to earn money. Maybe you're installing them for free. But after installing any of these applications you may notice too many unnecessary ads on your device. They normally earn from ads. Even some apps offer in-app purchases for better performance. But it's just their technique to grab money from you! 

Some app may try to really work. For example it may try to close the background app. But you may need to use that app frequently and its nature is to operate in background. In that case if that app close it and then you have to run it again. Or the closed app may turn it on itself. Thus it will just increase pressure on your phone. 

Instead of saving battery, cleaning space,  boosting RAM they will just consume more battery, grab more space RAM!


Side Effects of Using Third Party Maintenance Apps

Remember - they are third party apps. They are not responsible for their actions if they cause any loss to you either intentionally or unintentionally. You've to use them at your own risk. Using these applications may have different problems. Such as - 
  • Your phone's performance may fall
  • Device may generate unnecessary heat
  • Some apps may contain adware and you may experience excessive ads on your phone
  • Your data may be stolen or sold 
  • Those apps may consume more data and thus reduces your internet speed
  • Some apps may contain harmful elements and thus damages your security


What should you do?

There are just 03 ways you can follow - 
  1. If you've already any such app on your phone then remove it now. 
  2. Never use any of these applications in the future. 
  3. Use your phone's built-in device maintenance (if any). 
Most of the today's phones come with built-in maintenance facilities. Though these facilities vary from device to device but normally all of them provide phone optimization facility. These optimizations may include - 
  • Closing background apps
  • Free up storage space
  • Checking security
  • Free up RAM
  • Saving battery etc. 
Besides if you're an advanced level user then you can also manually optimize your apps and save storage from Settings > Applications. Then you can manually check each applications and their storage usage. If they consume unnecessary space then you can clean up manually.

  Thanks for being with Marks PC Solution

Monday, August 12, 2019

কথা বললেই রেকর্ড করবে Smart Recorder!


 
Microphone Icon


আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব একটি মজার App এর সাথে। এটি একটি সাধারণ Voice Recorder। কিন্তু এর বিশেষত্ব হল এটি সাউন্ড রেকর্ড করার সময় নীরব অংশটুকু বাদ দিতে পারে! অর্থাৎ কোন রকম শব্দ/ কথা/ আওয়াজ না হলে সে ঐ নীরব অংশটুকু রেকর্ড করবে না। তাই এটার নাম দেয়া হয়েছে - Smart Recorder.

তাহলে বুঝতেই পারছেন এর বিশেষত্বটা কোথায়। আর যদি না বুঝে থাকেন তাহলে আরো খোলাখুলি বুঝিয়ে দিচ্ছি - ধরুণ আপনি ঘুমের মধ্যে কথা বলেন কিনা কিংবা নাক ডাকেন কিনা সেটা তো আর নিজে নিজে ঘুমের ঘোরে বুঝবেন না। কিংবা আপনার পরিবারের কেউ বা রুম মেটের যদি এই সমস্যা থাকে আর আপনি যদি সেটা তাকে দিনের বেলায় জানান তাহলে সে হয়তোবা বিশ্বাস না ও করতে পারে। এখন সেটা প্রমাণ করবেন কিভাবে? 

আপনি হয়তো ভাবছেন যে কোন একটা সাউন্ড রেকর্ডার (ধরে নিন যেটা মোবাইলে ইন্সটল করা থাকে) চালু করে ঘুমিয়ে গেলেই হয়। সকালে ঘুম থেকে উঠে রেকর্ডিং টা পরীক্ষা করে নিলেই বোঝা যাবে তাই না? সে আশায় গুড়েবালি জনাব! কারণ আমরা তো ঘুমাই প্রায় সাত আট ঘন্টা। এত সময় লাগিয়ে রেকর্ড চেক করা সম্ভব?! 

এই সমস্যা দূর করতেই আপনার দরকার



এছাড়াও আপনি যদি যে কোন কারণে পরীক্ষা করতে চান যে রাত্রে আপনার ঘরে কিংবা বাড়ির আশেপাশে কোন অনাকাঙ্খিত শব্দ হচ্ছে কিনা তাহলে আপনি এই এপটি কাজে লাগাতে পারেন। যেমন ধরুন - 
  • বজ্রপাতের শব্দ কিংবা ঝড় বৃষ্টির শব্দ
  • গাড়ী/ মোটরসাইকেল কিংবা অন্য কোন যানবাহনের শব্দ
  • কোন ধরণের বোমা কিংবা আতশবাজির শব্দ

এই App টি একদিকে যেমন সাধারণ রেকর্ডিং করতে পারে অন্যদিকে নিজের বিশেষ গুণকে কাজে লাগিয়ে শব্দহীন সময়টুকু বাদ ও দিয়ে যেতে পারে। আপনি এর সেটিংস থেকে পছন্দ মত যে কোন একটি অপশন চুজ করে নিতে পারবেন। 

এই অপশনটির নাম হল - Skip Silence. Skip Silence এর মধ্যেই আপনি মোট তিনটি অপশন পাবেন - 
  • প্রথমটি হল Off - যদি আপনি এটা Off করে রাখেন তাহলে পুরো সময়টুকুই রেকর্ড হবে।  
  • দ্বিতীয়টি হল Automatic - যদি আপনি এটাকে এই মোডে রাখেনা তাহলে সে নিজের মত করে নীরব অংশটুকু বাদ দিয়ে রেকর্ড করে যাবে। 
  • তৃতীয়টি হল Manual - এর মানে হল আপনি নিজে একটা শব্দের মাত্রা ঠিক করে দিবেন। স্লাইডার পাবেন নিচেই। ওখান থেকে আপনার মন মত শব্দের মাত্রা পছন্দ করে দিলে সেই অনুযায়ী রেকর্ড হবে। 


Smart Recorder Skipping Silence



এছাড়া এই এপটির সেটিংস থেকে আপনারা আরো কিছু বিষয় নিজের মন মত করে সাজিয়ে নিতে পারবেন। যেমন -  Sound Quality, Storage Location ইত্যাদি। 

App টি আপনারা Google Play থেকে নামিয়ে নিতে পারবেন। উপরে লিংক দেয়া আছে। এর আকৃতিও খুব একটা বেশি না। তাই যেকোন Android Mobile এ এটা চলবে বলে আশা করি। App টি চালিয়ে কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না।  


Marks PC Solution এর সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।