আপনারা অনেকেই হয়তো বিষয়টি জেনে থাকবেন। কিন্তু যারা এখনো জানেন না তাদের জন্য আজকের এই লেখা। হ্যা। আজকে আপনারা দেখবেন কিভাবে সহজেই ফেসবুক থেকে আপনি আপনার পছন্দের কোন ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। সত্যি বলতে কি তেমন কোন বিশেষ জ্ঞান আপনার দরকার নেই এটা করার জন্য। Google Play তে অসংখ্য Apps রয়েছে যারা মাধ্যমে আপনি Facebook থেকে ভিডিও নামাতে পারবেন। আপনি চাইলে আপনার পছন্দ মত যে কোন App বেছে নিতে পারেন। তবে আমার কাছে FastVid অ্যাপটি ভাল লেগেছে। আর সেজন্যেই আপনাদের সাথে শেয়ার করা . . . তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। প্রথমেই Google Play তে গিয়ে FastVid লিখে সার্চ করুন। তাহলেই আপনার সামনে সেটা চলে আসবে। অথবা সরাসরি নিচের ছবিটিতে ক্লিক করুন। এরপর এটা ডাউনলোড করে নিন। নিজে থেকেই ইন্সটল হয়ে যাবার কথা। এবারে App টি চালু করুন। নিচের মত একটা স্ক্রীন আসবে। প্রথম অপশনটিতে আপনাকে ফেসবুকে সাইন ইন করতে বলবে। সেখানে আপনি আপনার ID ও Password দিয়ে সাইন ইন করবেন। তারপর আপনি সেখান থেকে নিজের মন ভিডিও নামিয়ে নিতে পারবেন। কিন্তু আপনি যদি নিরাপত্তার স্বার্থে অ্যাপটিতে নিজের ফেসবুক দিয়ে সাইন ই
Your ultimate choice for Computer, Internet, Blogging, & PC Troubleshooting Tips!