Skip to main content

আপনার Android Phone এ যোগ করে নিন নামাজের সময়সূচী

 

Samsung Galaxy A50 Home Screen

 

Google Search ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজ অনেক সহজে ও কম সময়ে করতে পারি। যেমন Alarm সেট করা, আবহাওয়া সম্পর্কে ধারণা নেওয়া সহ আরো বহু জরুরী কাজে গুগল আমাদের সাহায্য করে থাকে। আজকে আপনাদের সাথে গুগল সার্চের একটি অতি জরুরী সুবিধা নিয়ে আলাপ করব। এর মাধ্যমে আপনারা খুব সহজেই নামাজের সঠিক সময়সূচী সম্পর্কে তাৎক্ষণিক ধারণা নিতে পারবেন। আর সেই সাথে এটা আপনার Location অনুযায়ী সব সময় আপনাকে সঠিক সময়সূচী দিবে। আমি আশা করব এটা অবশ্যই মুসলিম ভাই বোনদের বেশ কাজে দিবে। তো আর কথা না বাড়িয়ে দেখি কিভাবে এটা আপনার Android Phone এর Home Screen এ সেট করবেন। 

প্রথমেই আপনার Phone থেকে Google Chrome চালু করে গুগল সার্চ করুন Prayer Time কথাটি লিখে। অথবা লিখতে পারেন Islamic Prayer Time. যেটাই লিখেন না কেন ফলাফল নিচের স্ক্রীনের মত হবে - 

 

Islamic Prayer Times on Google Search

এখানে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী দেওয়া আছে। সেই সাথে সূর্যোদয় এর সময়ও দেওয়া আছে। এবং এই সময়সূচী আপনার মোবাইলের লোকেশন অনুযায়ী দেখানো হবে। আপনার এলাকায় যে সময় যেই নামাজের ওয়াক্ত এখানে সেই সময়টাই দেখানো হবে।

ঠিক এর নিচেই দেখবেন Change নামে একটা অপশন আছে। সেখান থেকে আপনি নামাজের সময়সূচীর বিভিন্ন Standard পছন্দ করে নিতে পারবেন। 

 

Islamic Prayer Times Standarad on Google Search

লক্ষ্য করে দেখুন এখানে বেশ কিছু Calculation Standards আছে। আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। সেই সাথে আছর নামাজের সময়ের জন্য আলাদা একটা অপশন আছে। সেখান থেকে আপনি Standard অথবা Hanafi নির্বাচন করে নিতে পারেন। 

এভাবে প্রতি বার যে কোন সময় আপনি গুগলে গিয়ে সার্চ করে নামাজের সঠিক সময় বের করে নিতে পারেন। কিন্তু আমি আপনাদের এই কাজটিকে আরেকটু সহজ করে দেবার জন্য আজকে লিখতে বসেছি। 

 

নামাজের সময়সূচী ScreenShortcut করে নেবার পদ্ধতি -

 

Add to Home Screen Button on Google Chrome

উপরের ছবিটি লক্ষ্য করুন। আপনি Google Chrome এ সার্চ এ থাকা অবস্থাতেই
Browser একেবারে উপর ডান দিকে সেটিংস (⋮) বাটনে  যান। সেখান থেকে এই অপশনগুলো পাবেন। এবার দেখুন লাল রং এর বক্স করা অপশনটি। এটাতে ক্লিক করুন। তারপর দেখবেন সার্চ অপশনটি আপনার Home Screen এ সেভ হয়ে গেছে। 

পরবর্তীতে আপনার যখনই নামাজের সময়সূচী দেখার প্রয়োজন হবে আপনি শুধু এটাতে একবার ট্যাপ করবেন। ১ থেকে ২ সেকেন্ডের মধ্যেই আপনার সামনে ফলাফল চলে আসবে। আপনি চাইলে অন্য কিছুও এভাবে সেভ করে রাখতে পারেন যেটা আপনার বার বার দরকার হয়। 

আশা করি লেখাটি আপনাদের কাজে আসবে। Marks PC Solution এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 


Comments

  1. নামাজের শেষ ওয়াক্ত কিভাবে দেখব ?

    ReplyDelete
    Replies
    1. দুঃখিত! ওয়াক্ত শেষের সময় দেখার জন্য মনে হয় কোন ধরণের অ্যাপ নেই। ধর্মীয় বিধি বিধান অনুযায়ী সেটা অনুমান করে নিতে হবে। ওয়াক্ত শেষ হয়েছে কিনা সেটা বোঝার জন্য বিভিন্ন মাছলা রয়েছে।

      Delete

Post a Comment

Popular posts from this blog

GTA San Andreas Cheat Code (PDF)

After Vice City, San Andreas is the most popular game released by Grand Theft Auto (GTA). Usually GTA releases role playing game. San Andreas is such a game where you can act like a person. You can do everything. You have to take part in missions and complete them.  To make your missions easier, there are lots of cheat codes. If you can properly apply these codes, the tough parts of the game will be easier. Cheat codes are somewhat like keyboard shortcuts of computer programs.  I've shared 63 cheat codes below. There were more cheat codes in my collection, but I've omitted the less important cheats. Effects or result of the cheats are on the left side, and the codes are on the right side.  You can copy the following codes in your PC. And for your convenience, I've also uploaded a PDF file of these codes. You will find the download link at the bottom.  Effect Cheat Code Adrenaline Mode MUNASEF All Cars Explode ALL...

Office 2016 Activator (KMSPico 10.1.5)

It's been couple of months after the release of final version of Microsoft Office 2016. And maybe you're tired of finding for a working activator for this version. Today I'm gonna share Office 2016 activator with you - no more waiting!! About the Activator   Name: KMSPico 10.1.5 File Size: 3 MB (Approx) File Type: Zipped Folder 100% Neat & Clean - No virus! Activating Capacity . . . KMSPico 10.1.5 is successfully leading the KMS world for last few months. If everything is okay, success rate is 100%. This tool has been tested and verified by Marks PC Solution. With this tool, you can activate -  Office 2016, 2013 & 2010 Windows 10, 8.1 & 8 Hopefully this version will work for both 32 bit & 64 bit versions of Windows. Installing Office 2016 Collect/ Download Office 2016 Professional Plus from Microsoft or somewhere else. Install it as trial version without any key. Use the follow...

Rules for Bengali Typing in PDF (Bijoy Layout)

Bijoy is the most popular layout for Bangla typing. The layout was developed by Mostafa Jabbar. He is the pioneer of Bangla typing in computer. More than 90% people use his Bijoy layout for Bangla typing. Today, I'm gonna share a PDF file with you that contains the Bijoy Keyboard layout with English fonts! If your keyboard doesn't have bengali fonts then you can print this PDF file to know where the bengali fonts are located in your keyboard. Additionally this file contains all the necessary rules and tips which are essential for Bangla Typing.  Now there are many other software available for Bangla Typing Layout. Such as Avro Easy, Unicode, Unibijoy etc. And there rules are also somewhat different from Bijoy. And some of their layouts follow the same rules like Bijoy. Hopefully this PDF file will support most of the rules when a layout is similar to Bijoy Layout.  Click to enlarge the image Download the PDF file from the button below. Follow...