Monday, August 12, 2019

টাকা গণনার জন্য দারুণ একটি App - BD Cash Calculator

 


Calculator Icon with Tk

 
প্রিয় পাঠক। Marks PC Solution এর আজকের পোস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা নগদ টাকার হিসাব নিকাশের কাজে জড়িত তাদেরকে আজকে খুব সুন্দর একটি App এর সাথে পরিচিয় করিয়ে দিব। App টি সাধারণ মানুষের কাজে লাগবে ঠিক কিন্তু খুব বেশি উপকৃত হবেন তারা যারা নগদ টাকার হিসেব নিকেশের সাথে খুব বেশি জড়িত। যেমন ধরুন- ব্যাংকের ক্যাশিয়ার, কিংবা যারা খুব বেশি নগদ টাকার লেনদেন করেন। 

আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রায়ই ব্যাংকে টাকা জমা দেন। জমা দেবার সময় যে জিনিসটা লক্ষ্য করে থাকবেন সেটা হল আপনি কত টাকার কয়টি নোট জমা দিচ্ছেন সেটা লিখে টাকার পরিমাণ হিসাব করতে হয়। অর্থাৎ টাকার Denomination বা Value অনুযায়ী আপনাকে নোটের সংখ্যা ও টাকার অঙ্ক বসাতে হয়। আপনার এই কাজটিই অনেকটা সহজ করে দিতে পারে BD Cash Calculator নামক এই App টি। 

ব্যাংকের গ্রাহকদের কথা না হয় বাদই দিলাম। কারণ নোটের সংখ্যা অনুযায়ী টাকার পরিমাণ জমা ভাউচারে লিখে দেয়াটা খুব একটা বাধ্যতামূলক না তাদের জন্য। কিন্তু ব্যাংকের যারা ক্যাশ অফিসার আছেন তাদের জন্য কিন্তু নোটের সংখ্যা এবং টাকার পরিমাণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দিন শেষে তাদেরকে Vault Book, Cash Balance Book ইত্যাদি লিখতে হয়। এবং সেখানে নোটের Denomination খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এবং কোন নোটের কত পিছ এবং সর্বমোট কত পিছ নোট আপনি Vault এ রেখে গেলেন সেগুলোর হিসেব ও লিখতে হয়। 




কাজেই এ ধরণের কাজে যারা যুক্ত তাদের জন্য এই App টি বেশ উপকারী হবে বলে আশা করি। এতে আপনার টাকার মূল্যমান এবং তার পাশে একটি খালি বক্স আছে। খালি বক্সটিতে শুধুমাত্র নোটের সংখ্যা বসিয়ে দিলেই তার পাশে টাকার পরিমাণ চলে আসবে। এবং সবগুলো ঘর পূরণ করে দেখতে পাবেন সর্বমোট টাকার পরিমাণ এবং তার সাথে নোটের সংখ্যা হিসেব করা হয়ে গেছে। কোন ঘরে যদি ভুল করে নোটের পরিমাণ কম বা বেশি লিখে ফেলেন তাহলে সেটা ঠিক করে দেবার সঙ্গে সঙ্গেই ফলাফলেও পরিবর্তন হয়ে যাবে। 



BD Cash Calculator App


নিচের লিংক থেকে App টি নামিয়ে নিন - 



এবার App টি চালু করে ব্যবহার করুন। এবং এই App এর ব্যাপারে কোন মতামত জানাতে চাইলে বা ব্যবহার করতে কোন সমস্যা হলে অবশ্যই মন্তব্যে জানাবেন। ধন্যবাদ।
   
 

Stay with Marks PC Solution to get more interesting IT topics!

 

No comments:

Post a Comment