Friday, August 09, 2019

Marks PC Solution এখন বাংলায়!







Marks PC Solution  এখন থেকে বাংলায় ও লেখা প্রকাশ করবে। এবং ধারণা করা হচ্ছে বাংলা ভাষাভাষীরা এতে করে বেশ উপকৃত হবেন। যদিও শুরুটা ইংরেজীতে করা হয়েছে এবং ইতোমধ্যে প্রায় 500 এর ও অধিক লেখা ইংরেজীতে প্রকাশ করা হয়েছে। সারাবিশ্বের জন্য ইংরেজী একটি কমন ভাষা হওয়াতেই শুধু ইংরেজীতে এতদিন যাবৎ লেখা প্রকাশ করা হত। 

কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত Traffic Analysis করে দেখা গেছে প্রচুর বাংলাদেশী এবং ভারতীয় নাগরিক নিয়মিত এই সাইটে ভিজিট করে থাকে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ইংরেজীর পাশাপাশি নানা রকম টিপস বাংলা ভাষায় লেখা হবে।

এবং যে ধরণের লেখা ইতোমধ্যে ইংরেজীতে প্রকাশ করা হয়েছে সম্ভব হলে সেগুলোর মধ্য থেকে অতী জরুরী বিষয়গুলো নতুন করে বাংলায় অনুবাদ করে পোস্ট করা হবে। 

আমরা আশা করি আপনারা যারা বাংলা ভাষার পাঠক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই উদ্যোগ কে স্বাগত জানাবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ মন্তব্যে জানাবেন। আর আপনাদের কাছে আমাদের প্রধান চাওয়া হচ্ছে আপনারা অবশ্যই Marks PC Solution এর সাথেই থাকবেন। আর নিজেদের সমস্যাগুলোর ব্যাপারে আমাদের জানাবেন যাতে করে আমরা সেই অনুযায়ী সমস্যার সমাধান বিষয়ে লেখা প্রকাশ করতে পারি। 

ধন্যবাদ।


 

Stay with Marks PC Solution to get more interesting IT topics!

 

No comments:

Post a Comment